1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন

হারাগাছ মেট্রো পুলিশের অভিযানে ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৫৪ ০৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর -ঃ- রংপুরের হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ কতৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও হিরো হাঙ্ক মোটর সাইকেল সহ আটক ১ জন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় হারাগাছ থানার  সাময়িক দায়িত্বে  অফিসার ইনচার্জ এসআই(নিঃ) শ্রী সবিন চন্দ্র মাহাতো এর নেতৃত্বে হারাগাছ থানার এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয়  এএসআই(নিঃ) মোঃ উজ্জল হোসেন ও ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালীন ০২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আসামী মোঃ সাইফুল ইসলাম (২৭),  পিতা- শহিদুল ইসলাম, মাতা- সকিনা বেগম, সাং-পূর্ব পোদ্দারপাড়া, থানা-হারাগাছ মহানগর, রংপুর ও পলাতক ০১ জন আসামী হারাগাছ থানাধীন টাংরীর বাজার হতে পোদ্দারপাড়াগামী রোডে হাঙ্ক ১৫০সিসি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভার বাঘেরপুল ব্রীজ নামক স্থানে ব্রীজের উপর অবস্থান কালে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয় একই তারিখ ০৩.০০ ঘটিকার সময় বাঘেরপুল ব্রীজে আসলে  মোটরসাইকেল আরোহীদের থামানোর সংকেত দিলে মোটর সাইকেল থামিয়ে চালক পালিয়ে যায় এবং মোটর সাইকেলের পিছনে থাকা ধৃত আসামীকে আটক করেন। আসামীর ডান হাতে থাকা সাদা রংয়ের বাজারের ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর হতে ১৩০ (একশত ত্রিশ) বোতল এবং বাম হাতে থাকা অ্যাশ কালারের ০২ ফিতা বিশিষ্ট একটি কাপড়ের ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর থেকে  ১০০(একশত) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ২টি ব্যাগ হতে সর্বমোট ২৩০ (দুইশত ত্রিশ) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য অনুমান ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা  এবং রেজিঃ বিহীন কালো রংয়ের ০১ টি হিরো হাঙ্ক১৫০ সিসি মোটরসাইকেল, যার মূল্য অনুমান -১,৯০,০০০/-(এক লক্ষ নব্বই হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং ০৭/০৭/২০২৩ সময় রাত্রী ০৩.২৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ ঘটনায় হারাগাছ থানায়

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে। মামলা নং-০৩ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ