বিশেষ সংবাদদাতা -ঃ- কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন বুধবার বিকেলে ঢালুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগ সদস্য খন্দকার আলী আক্কাছের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউছুফ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রফিকুল হোসেন। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার। প্রধান বক্তা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবু।
কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছিরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সহ-সভাপতি আবুল খায়ের আবু, মফিজুর রহমান হক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ও মৌকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, সহ প্রচার সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আহসান উল্লাহ প্রমূখ।