1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন

৬ গ্রাম হেরোইনসহ এক নারী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৭৪ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে ৬ গ্রাম হেরোইনসহ লাভলী রানী সাহা (২২) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (০৫ জুলাই) দুপুরে মামালা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। আটক লাভলী রানী সাহা জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগছ ডাঙ্গি এলাকার সতীশ চন্দ্র সাহা ওরফে কলেজের স্ত্রী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (০৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা কাঞ্চনজঙ্ঘা ফিলিং স্টেশন এর সামনে তাকে আটক করা হয়। এসময় মহিলা পুলিশ সদস্যদারা তার দেহ তল্লাশি করে ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে সদর থানা হেফাযতে নিয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর জব্দকৃত ৬ গ্রাম হেরোইনের বাজার মূল্য ধরা হয়েছে ১৮ হাজার টাকা।

খবর নিয়ে জানা যায়, এর আগে গত ২৭ মে (শনিবার) জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তাবাজারে বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহি বাস থেকে তাকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। সেদিন মামলা দায়ের শেষে কারাগারে প্রেরণ করা হলে আদালত থেকে জামিন নিয়ে আবারো একই কাজে লিপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ