আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহী-১ সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় রাজনীতির মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধীদল বিএনপিতে বিপরীত অবস্থা বিরাজ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংসদ ফারুক চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগে ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে। অন্যদিকে মাঠের বিরোধীদল বিএনপিতে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক ও ভাই মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের নেতৃত্ব নিয়ে দ্বন্দ- মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে, প্রতিনিয়ত নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে।
জানা গেছে, আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই আওয়ামী লীগ। এদিকে স্থানীয় সাংসদের আহবান এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান মান অভিমান ভূলে ঐক্যবদ্ধ হচ্ছে। বহুধারায় বিভক্ত নেতাকর্মীদের মধ্যে ঐক্যর প্রশ্নে বরফ গলছে, নতুন নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ফের ঘুরে দাঁড়িয়েছে।
সুত্র জানায়, তানোর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষের সুত্রপাত হয়েছিল। কিন্ত্ত সাংসদ ফারুক চৌধুরীর আহবানে জাতীয় ও দলীয়
স্বার্থকে প্রাধান্য দিয়ে নেতা ও কর্মী-সমর্থকগণ ফের ঐক্যবদ্ধ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং আবুল বাসার সুজন প্রমুখগণের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকগণ ঐক্যবদ্ধ হয়ে রাজনীতির মাঠে তাদের দলীয় কর্মকান্ড জোরদার করেছে,এতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। সাংসদ ফারুক চৌধুরীকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে সৃষ্টি হয়েছে গণজোয়ার। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এখন বইছে ঐক্যর
হাওয়া। ঐক্যের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান মান-অভিমান আর ক্ষোভ-অসন্তোসের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘদিনের বিবাদমান দুটি ধারার
নেতাকর্মীরাই এখন ঐক্যের অপরিহার্যতা অনুধাবন করে পরস্পরকে কাছে টানতে শুরু করেছে। তাদের দাবী অতীতের বিভেদ ভুলে দলকে ঐক্য ও ভ্রাতৃত্বের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এতে আওয়ামী লীগের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন হয়েছে, দীর্ঘদিন পর ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
অন্যদিকে সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক ও ভাই মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের মধ্যে নেতৃত্ব নিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে দলের সাংগঠনিক কর্মকান্ড মুখ থুবড়ে পড়েছে। বিএনপির রাজনীতিতে এই কোন্দল ও মতবিরোধ উপজেলা থেকে তৃণমূলে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তানোরে ইদপুর্ণমিলনী অনুষ্ঠান নিয়ে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৪ জন আহত হয়েছে। এঘটনায় বিএনপির দুগ্রুপের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এঘটনায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে মতবিরোধ ও কোন্দলের
নতুন মাত্রা যোগ হয়েছে। এসব কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ততই অভ্যন্তরীণ কোন্তল ও মতবিরোধ প্রকট হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।