1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:২৩ অপরাহ্ন

তানোরে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৮০ ০৫ বার পঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরে ইদপুর্ণমিলনী অনুষ্ঠান নিয়ে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৪ জন আহত হয়েছে। এঘটনায় বিএনপির দুগ্রুপের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত শনিবার রাতে পৌর সদর গাইনপাড়া মহল্লার বাসিন্দা  পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডলের বাড়িতে ও রবিবার কামারগাঁ ইউপির মাদারিপুর বাজারে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত শনিবার মুন্ডুমালা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। এদিকে শরিফ উদ্দিনকে ঠেকাতে
একই সময় তালন্দ ইউপি বিএনপির উদ্যোগে  ইউপির দেবিপুর মোড়ে ইদ পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।  
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন শরিফ উদ্দিন মুন্ডুমালা অনুষ্ঠান শেষ করে তানোর পৌর বিএনপির সম্পাদক অসুস্থ আব্দুস সালামকে দেখতে তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। দেবীপুর মোড়ে আশামাত্র মিজান অনুসারীরা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশোভন ইঙ্গিত করে। এনিয়ে আব্দুস সালামের বাড়িতে দুগ্রুপের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। মিজান গ্রুপের কয়েক জনকে মারপিট করা হয়। এদিকে এরই জের ধরে পরদিন রোববার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারে মিজান গ্রুপের নেতাকর্মীরা শরিফ উদ্দিন গ্রুপের মতি, মাসুদ, রুবেল ও সেলিমকে উত্তম-মধ্যম দেয়। উপজেলা বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক জৈষ্ঠ নেতা বলেন, বিএনপির কেন্দ্র থেকে প্রয়াত ডাকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুলের সহধর্মিণী আভা হককে রাজনীতির মাঠে সক্রিয় থাকার আহবান জানান। কিন্ত্ত আভা হককে রাজনীতি থেকে দুরে রাখতে এক প্রকার গৃহবন্দী করে রেখেছে তারই দেবর  মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। যে কারণে আভা হক ও শরিফ উদ্দিনকে নিয়ে বিএনপি কর্যত দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। এবিষয়ে 
উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, দেবিপুরে মিটিং শেষে  বাড়িতে চলে এসেছি তবে নিজের মধ্যে কামড়া কামড়ি ঠিক না। আভা হক ও শরিফ উদ্দিনকে নিয়ে এমন লগিং গ্রপিং হচ্ছে জানতে চাইলে তিনি জানান, এসব তাদের পারিবারি বিষয় এটা নিয়ে  তার কোন কথা নাই। এবিষয়ে  জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, ঘটনা সম্পর্কে আমি জেনেছি, তবে নিজেদের মধ্যে এসব করা সঠিক না। আমি তানোর বিএনপিকে বলতে চায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। দলের দেশের ও সরকার পতন এবং নিরপেক্ষ সরকারের দাবিতে যে আন্দোলন চলছে, সেটা জোরতাল  করতে হলে সকল ভেদাভেদ ভূলে এক হয়ে কাজ করতে হবে। এবিষয়ে 
উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুদ করিম জানান, পৌর বা ওয়ার্ড কমিটিকে না বলে শরিফ উদ্দিন সালামকে দেখতে আসেন। আমরাও যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন, যুবদল নেতা কাশেম, লিটন, ছাত্রদল নেতা বজলুর ও জোবা সাবেক চেয়ারম্যান মফিজসহ কয়েকজন তাড়ানি দেয়। তারা জমি দিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ