1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:১৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে সাংবাদিক নাদিমের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৮০ ০৫ বার পঠিত

উজ্জল হোসেন মাসুম (সোনারগাঁ প্রতিনিধি) -ঃ-
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে সোনারগাঁ সাংবাদিক বৃন্দ। রবিবার (১৮ জুন) সকাল ১১টায় সোনারগাঁ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সোনারগাঁ প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে, মিজানুর রহমানের সঞ্চালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক মানবজমিন সোনারগাঁ প্রতিনিধি আবুবকর সিদ্দিক, দৈনিক দেশ রূপান্তর সোনারগাঁ প্রতিনিধি, রবিউল হোসাইন, ঈশাখা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি, ভিপি পারভেজ সহ আরো অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে নাদিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ সরকার দলীয় সংগঠনের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে, সেই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক ছাড় দিয়েছে। এর সুযোগ নিয়েই সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে চেয়ারম্যানসহ তার লোকজন। এর মধ্যদিয়ে প্রমাণ হয়েছে, গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বক্তারা আরও বলেন, আসামিদের শুধু গ্রেফতার করলেই হবে না, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়; সেটিও নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত সাগর-রুনিসহ আরও যারা বিভিন্ন সময়ে হত্যা, নির্যাতন, অপহরণ ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, তাদের ব্যাপারে আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা চাই, গণমাধ্যমবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও একই সঙ্গে সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করা হোক। সব শেষে বক্তারা অবিলম্বে নাদিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, এ শাস্তি যেন সমগ্র বাংলাদেশে অপরাধিদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। বক্তারা আরও বলেন, আসামিদের শুধু গ্রেফতার করলেই হবে না, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়; সেটিও নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত সাগর-রুনিসহ আরও যারা বিভিন্ন সময়ে হত্যা, নির্যাতন, অপহরণ ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, তাদের ব্যাপারে আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা চাই, গণমাধ্যমবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও একই সঙ্গে সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করা হোক। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে সোনারগাঁ প্রেস ক্লাব থেকে উপজেলা গেইট পর্যন্ত গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ