1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে আট দফা দাবিতে সড়কে শুয়ে চা চাষীদের বিক্ষোভ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী মুন্সীগঞ্জে আলোচিত জিল্লুর হত্যার দীর্ঘদিন পলাতক আসামি সম্পদ কারাগারে রাজশাহীতে আন্দোলনকারীদের উপর হাম’লা ও ছাত্রীকে ধর্ষ’ণের পর হ’ত্যার অভিযোগে, তিন ছাত্রলীগ কর্মীকে আ’টক মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হেলমেট পরে গুলি করেন ছাত্রলীগের নোবেল-সাগর চাঁপাইনবাবগঞ্জে ডিসির শত অনিয়মের পরেও বহাল পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আটক ৪ তানোরে পাউবোর  জায়গা দখল করে বাড়ি নির্মাণ চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকে নোটিশ রংপুরে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার

পঞ্চগড়ে অবৈধ ভাবে রাস্তার গাছ কাটলেন সাবেক মেম্বার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৬৬ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে টেন্ডার ছাড়াই রাস্তার পাশে থাকা সাতটি ইউক্যালিপটাস গাছ কেটেছেন অখিল চন্দ্র রায় নামে এক সাবেক ইউপি সদস্য (মেম্বার)। এ ঘটনাটি ধামা চাপা দেয়ার জন্য সুধির নামে এক প্রতিবন্ধী ব্যক্তির নামও ব্যবহার করছেন।

সোমবার (৩ জুলাই) বিকেলে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কাদেরপুর এলাকায় আঞ্চলিক সড়কের পাশে থাকা ১৪টি ইউক্যালিপটাস গাছের মধ্যে ৭টি গাছ কেটে নেন অখিল মেম্বার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনকে অবগত না করার পাশাপাশি টেন্ডার ছাড়াই রাস্তার পাশে থাকা সারিবদ্ধ ১৪টি ইউকিলিপ্টাসের গাছের মধ্যে সাতটি গাছ কেটে নেন তিনি।

গাছ কাটার টেন্ডারের বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে খবর পেয়ে সাবেক মেম্বার অখিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি এড়িয়ে যান। এসময় তিনি সাংবাদিকদের
জানান, আমাদের নিজেদের গাছ, তাই আমরা কাটছি। যদি কিছু করার থাকে করেন। একই সময় তিনি সুধির নামে এক প্রতিবন্ধী ব্যক্তির গাছ বলে নামও ব্যবহার করেন।

গাছ কাটা শ্রমিক ইসাহাক আলী জানান, অখিল মেম্বার আমাদের রাস্তার পাশে থাকা গাছ কাটার জন্য নিয়ে আসেন। আমরা এখন পর্যন্ত সাতটি গাছ কেটেছি। এর
বাইরে কিছু আমরা জানি না।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার জানান, গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কেও কোন কিছু অবগত করে নি। একই বিষয় জানান ইউপি
চেয়ারম্যান আব্দুল জব্বার। তিনি বলেন, বিষয়টিতে অবগত ছিলাম না। আমরা দেখছি, তারা রাস্তার গাছ কাটলো কেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা জানান, আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দ্রুত অবগত করছি ব্যবস্থা
নেয়ার জন্য।

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান জানান, ইউএনও মহদয় বিষয়টি জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের তসিলদারকে ঘটনাস্থলে
পাঠিয়েছি। রাস্তার পাশের গাছ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাবেক মেম্বার অখিল চন্দ্র রায় রাস্তার পাশে থাকা কাটা গাছগুলো করাত মিলে নিয়ে যেতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ