মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটিতে শাহজাদা সুমন ও সোহেল রানা নামে দুই ব্যক্তি যোগদান করেছেন।
শনিবার (০১ জুলাই) পঞ্চগড় জেলা শাখার দলীয় কার্যালয়ে তাদের বরণ করেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান ও জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন।
জানা যায়, নবাগত যোগদান করা শাহজাদা সুমন পুরাতন পঞ্চগড়ের শামীম হোসেনের ছেলে ও সোহেল রানা পূর্ব শিকার পুরর আবুল হোসেনের ছেলে।
যোগদান অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহ সভাপতি নাজিমউদ্দীন, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো, জাসদ নেতা হায়দার আলী, নজরুল ইসলামসহ জেলার নেতৃবৃন্দ।