মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা আয়োজিত নিউক্লিয়াসএর প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সিরাজুল আলম খান দাদাভাই এর স্মরণ অদ্য ২৭জুন বিকাল ৪টায় জেলা পরিষদ হলরুম পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
তিনি সিরাজুল আলম খান দাদাভাই এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে বলেন বাংলাদেশ জাসদ দাদাভাই এর রাজনৈতিক দর্শন চিন্তা চেতনা ধারন করে আগামী বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার গুরুত্ব আরোপ করেন এবং উপস্থিত নেতাকর্মীদের গনতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে নেতাকর্মীদের আহবান জানান।
উক্ত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহ সভাপতি নাজিমউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মন্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো ও সকল উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ জাসদ এর সাবেক নেতৃবৃন্দ।