1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৮৪ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞত এক গাড়ির ধাক্কায় মিনতি বালা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২১ জুন) রাত আটটার সময় উপজেলার পাথরাজ বাজার এলাকায় পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিনতি বালা একই এলাকার তেল তেলুর স্ত্রী

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে থাকা বাড়ি থেকে রাতে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন তিনি। স্থানীয়রা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ টি উদ্ধার করে।

বোদা হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহটির উদ্ধার করে প্রাথমিক সুরত হাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ