জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ২০ আগস্ট শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে ডুমুরিয়া থানাধীন হাসানপুর গ্রাম থেকে ৪০০ গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ উখড়া গ্রামের মৃত মাহাতাব উদ্দিন শেখের পুত্রমাদক ব্যাবসায়ি মোঃ হাফিজুর রহমান শেখকে গ্রেফতার করা হয়।এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে আরো কয়েক জন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধৃত আসামীকে আজ শনিবার(২১আগষ্ট) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই মোঃ হামিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে থানার হাসানপুর এলাকায় থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী থানার উখড়া গ্রামের মাহাতাব শেখের ছেলে হাফিজুর রহমান(৩১) কে গ্রেপ্তার করে।পুলিশ সুত্রে জানা যায় পুলিশের উপস্হিতি টের পেয়ে তার সহযোগী হাসানপুর গ্রামের জামির শেখের ছেলে মুরাদ শেখ(২৭)সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,এ বিষয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।