মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে আগামী ১৮ জুন এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ জন্য এক হাজার ৭৭ টি কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করবে।
আজ বুধবার (১৪ জুন) সকালে সিভিল সার্জন অফিসে আয়োজিত জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. রফিকুল হাসান।
প্রেসব্রিফিংয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এসএম শরিফ আফজাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।
অনুষ্ঠানে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান লাবুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।