মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে সতর্কতামূলক অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
সোমবার (১২ জুন) বোদা উপজেলার মাড়েয়া ও তেপুকুরিয়া বাজারে অভিযান পরিচালনা করে তাদের এ সব জরিমানা করা হয়।
জানা যায়, ভোক্তার চাহিদা নিশ্চিত করণে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ভাই ভাই স্টোরকে মেয়াদউত্তীর্ন পন্য রাখার দায়ে ১ হাজার,মুল্য তালিকা না রাখায় মিজানুর রহমানের মাংসের দোকানকে ৫ শত,মূল্য তালিকা না রাখায় জামাল মাংসের দোকানকে ৫ শত,অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় রিতু হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান শেষে জনস্বার্থে উপস্থিত ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়,মূল্যতালিকা প্রদর্শন,ক্রয়ভাউচার প্রদর্শন,দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।
উক্ত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। পরেশ চন্দ্র বর্মন বলেন, জনস্বার্থে বাজারে নিয়মিত সতর্কতা মুলক অভিযান অব্যাহত থাকবে।