মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ ১৭ টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৭ জুন) বিকেলে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে সদর উপজেলা প্রশাসন ও যুব ক্রীড়া মন্ত্রনালয় এর আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে বালক (অনুর্ধধ-১৭) খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নারায়ণ চন্দ্র বর্মন।
এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান কাজী আল তারিক,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রমানিক প্রমুখ। উদ্বোধনী ফুটবল খেলায় অমর খানা ইউনিয়ন পরিষদ বনাম চাকলাহাট ইউনিয়ন পরিষদ।খেলায় অমর খানা ইউনিয়ন ৪-১ গোলে চাকলাহাট ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।