মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বাধন করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম।
এসময় অতিরিক্তি পুলিশ সুপার কনক কুমার দাস, পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসনে প্রধান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
উদ্বোধনীয় খেলায় ৪ টি দল অংশ নেয়।
খেলায় বোদা পাথরাজ ডিগ্রী কলেজ ট্রাইবেকারে ৬-৫ গোলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজকে পরাজিত করে।
অপর খেলায় ভজনপুর ডিগ্রী কলেজ ৩-০ গোলে জগদল ডিগ্রী কলেজকে পরাজিত করে।