প্রতিনিধি -ঃ- টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী, এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০১ জুন) সকাল ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালীটি বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
এতে পঞ্চগড় স্থানীয় সরকারের উপ- পরিচালক আজাদ জাহান, জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা আব্দুর রহীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা,খামারিসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
র্যালী শেষে সরকারী অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।