1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ ১৭ টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত পঞ্চগড়ে আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টে ৪-২ গোলে চ্যাম্পিয়ন ভজনপুর কলেজ পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মুল্যের দাবীতে ক্ষুদ্র চা চাষীদের মানবন্ধন পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে আড়াই লক্ষ টাকার মাদক জব্দ, নারী ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত আটোয়ারীতে টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কাটার ধুম:দেখার কেউ নেই আটোয়ারীতে বিদ্যালয়ের ক্লাশ রুমে ভুট্রা : শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড

বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত মোসাব্বের

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৫৮ ০৫ বার পঠিত

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -ঃ- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামের মাদ্রাসা পড়ুয়া হতদরিদ্র পরিবারের সন্তান ক্যানসার আক্রান্ত মোসাব্বের (১৭) বাঁচতে চায়।

স্বপ্ন ছিল চাকরি করে দরিদ্র বাবা-মায়ের অভাবের সংসারে দুঃখ ঘোচানো।ভাগ্যের কি নির্মম পরিহাস, গলায় মাছের কাটা লেগে ঘাঁ হয় সেই কারণে করতে হয় অপারেশন। সেখানেই ভুল চিকিৎসার কারণে গলার ক্ষত স্থানে হয় ক্যানসার।মোসাব্বের উপজেলার পদুমহার গ্রামের দিনমজুর বাবু মিয়ার দ্বিতীয় ছেলে।

গত ৬ মাস আগে মোসাব্বের গলার অপারেশন করা হয় বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে সেখান থেকে বাসায় আনলে, ক্রমশই তার অবস্থার অবনতি ঘটলে নিয়ে যাওয়া হয় রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে সেখানে পরিক্ষা নিরিক্ষা করে ধরা পরে ক্যানসার।সেখানকার চিকিৎসক জানায়, ভুল চিকিৎসার কারণে মোসাব্বের গলায় ক্যানসার হয়েছে
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশংকা জনক হলে সেখান থেকেও তাকে ফেরত দেওয়া হয়। পরে টাকার অভাবে চিকিৎসা না করতে পারায় তাকে কিছুদিন বাসায় রাখলে দুটি চোখ ও একটি কান নষ্ট হয়ে যায়। কিছুদিন পর এলাকাবাসীর সহযোগীতায় তাকে আবারও ঢাকার ক্যানসার গবেষণা কেন্দ্রে ভর্তি করানো হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন মোসাব্বের।

মোসাব্বের বাবা বাবু মিয়া বলেন,আমি একজন দিনমজুর। আমার পক্ষে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। ইতঃপূর্বে অনেক টাকা ব্যায় করে বগুরা, রংপুরে চিকিৎসা করিয়েছি। এখন ঢাকার ক্যানসার গবেষণা কেন্দ্রে ভর্তি করিয়েছি সেখানে অনেক টাকার প্রয়োজন। আমার ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চাই। সকলের কাছে আমার আকুল আমার ছেলেকে বাঁচাতে সহযোগিতা করুন। ০১৭৭৪২৩৬১৫৫( বিকাশ)রাসেদুল ইসলাম রোগীর বড় ভাই ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ