বিশেষ প্রতিনিধি -ঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা কল্যাণ সমিতি ইউ, কে,এ-র উদ্যোগে সৌর বিদ্যুৎ প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলার ২ নং বড় ভাকৈর পৃব ইউনিয়ন ভাগাউরা গ্রামের উওর পাড়া পাঞ্জেগানা মসজিদে ১০০ ওয়ার্ডের সৌর বিদ্যুৎ স্হাপন করেন বিবিয়ানা কল্যান সমিতি ইউ,কে,এ-র বাংলাদেশ প্রতিনিধি এমরুল ইসলাম, কুতুবউদ্দিন, ও কামরুল ইসলাম, এতে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি জনাব আনিছ উল্যাহ ইমাম হাফেজ আবুল কাশেম, আহমেদ রেজা আলম মিয়া প্রমুখ।