মিরু হাসান, স্টাফ রিপোর্টর -ঃ- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷
আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসাবে আদমদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি প্রবীণ আওয়ামী লীগ নেতা কছিম উদ্দিন আহম্মেদ, জেলা আ’লীগ নেতা আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের সহ-সহভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ ৷