মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে মোড়কীকরণ বিধি না মানায় দুই আইস্ক্রীম কারখানাকে পৃথক ভাবে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়।
সোমবার (২২ মে) দুপুরে পঞ্চগড় সদরের জালাসী মোড় ও হঠাৎ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহাকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
জানা যায়, দুপুরে জালাসী মোড় ও হঠাৎ পাড়ায় অভিযান পরিচালনা করে মোড়কীকরণ বিধি না মানায় ভোক্তা অধিকার আইনে মেসার্স হিমালয় আইস্ক্রীম কারখানাকে ৩ হাজার টাকা ও মেসার্স তানিয়া সততা আইস্ক্রীম কারখানাকে ৪ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।