ফারুক আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ- ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউ পি চেয়ারম্যান মানিক উদ্দিন এর বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগে রমজান আলী নামের এক ভুক্তভোগী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনার পরের দিন শক্রবার (৮ এপ্রিল) ভুক্তভোগী ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নম্বর ৩৭৪
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, বর্ণিত তফশীল সম্পত্তি ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা বেগম পূর্বের মালিক মৃত আলেক চান ব্যাপারীর ওয়ারীশ আম্বিয়া বেগম, আসলাম, আঙ্গুরা বেগম ও সাবজান বেওয়া গণের নিকট হতে দলিল নং-১৬৫৪ মূলে ১৩ টি দোকান ঘরসহ জমি ক্রয় করে। বর্ণিত সম্পত্তি রমজান আলীর স্ত্রী ক্রয় সূত্রে মালিক হয়ে দখল নিয়ে ভোগ দখলে গেলে এমতাবস্থায় (৭ এপ্রিল) বিকাল ০৩.৩০ ঘটিকার সময় তার স্ত্রীর ক্রয়কৃত সম্পত্তিতে থাকা দোকান ঘর ছেড়ে দিতে বললে চেয়ারম্যান মানিক উদ্দিন ভুক্তভোগীকে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে বাধা নিষেধ করলে ইউ পি চেয়ারম্যান মানিক উদ্দিন ভুক্তভোগীর উপর ক্ষিপ্ত হয়ে মারতে আসে এবং তাকে প্রান নাশের হুমকি প্রদান করে।
রমজান আলী বলেন, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান মানিক উদ্দিন আমাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়েছেন। আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছি।
অভিযোগের বিষয়ে জানতে ইউ পি চেয়ারম্যান মানিক উদ্দিনের মোবাইলে একাধিক বার কল দিলেও কল রিসিভ করেন নি।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, চর ভূরুঙ্গামারী ইউ পি চেয়ারম্যান মানিক উদ্দিন এর বিরুদ্ধে থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কোর্ট নির্দেশও দিয়েছে সেই আলোকে এ এস আই রাজু আহমেদ কে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যা তদন্তাধীন রয়েছে।