মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা কারখানার ভিতরে মনোয়ার হোসেন (২৬) নামে এক মাইক্রোবাস চালককে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় আসামী পক্ষ জামিন নেয়ায় প্রায় ১ ঘন্টা তেঁতুলিয়া- পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করেছে বাস- মিনিবাস কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ১৬৬০ এর নেতাকর্মী ও শ্রমিকেরা।
গত রোববার (২১ মে) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে তারা। এসময় উভয়পাশে প্রায় শতাধীক যানবাহন আটকা পড় দূর্ভোগের শিকার হয়।
জানা যায়, গত ১৮ মে দুপুরে বুড়াবুড়ি বাজারে একটি ট্রাক্টর ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ক্ষতিগ্রস্তর শিকার হয় মাইক্রোবাসটি। পরে এ ঘটনায় বিষয়টি নিষ্পত্তি করতে গেলে সুরমা কারখানার মালিক শেখ ফরিদ ও সোহাগ ক্ষিপ্ত হয়ে মনোয়ার হোসেনকে মারধর করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় ও সহযোগীদের সহায়তায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শনিবার (২০ মে) তেঁতুলিয়া মডেল থানায় ফরিদ ও সোহাগকে আসামী করে মামলা দায়ের করে মনোয়ার। এদিকে রোববার দায়ের করা মামলায় আসামীরা অগ্রিম জামিন নিলে বিচারের দাবীতে দুপুরে ১২টা ৪০ মিনিটের পর জেলা ও দায়রা জর্জ আদালতের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা। পরে পুলিশ, কোর্টের পিপির আশ্বাসে এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে তারা।
বাস- মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজঃ ১৬৬০ এর সভাপতি বদিউজামান বদি বলেন, আমাদের শ্রমিক ভাই মনোয়ার মৃত্যুর সাথে লড়াই করছে। কিন্তু এর মাঝে আসামীদের আটক না করে জামিন দেয় আদালত। তাই বিষয়টি জেনে শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে। পরে পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, তারাই অপরাধ করে আবার আমাদের শ্রমিককে মেরেছে। বর্তমানে সে পনচগড় আধুনিক সদর হাসপাতালে মৃত্যু শয্যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিচার পাওয়ার আসায় মামলা করার পরেও টাকার বিনিময়ে আসামীরা জামিন নেয়। তাই শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে।