মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- আজ রোববার (২১ মে) বেলা ১২টার সময় দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহায়তায় পঞ্চগড় জেলা পুলিশ লাইনে এই চোক্ষু সেবার আয়োজন করে পঞ্চগড় জেলা পুলিশ।
এসময় পঞ্চগড় জেলার ৫ টি থানার মাধ্যমে আক্রান্ত রোগীদের শনাক্ত করে চোখে ছানিসহ চোখের বিভিন্ন সমম্যার প্রায় ৩০০ জন নারী- পুরুয এর চক্ষু সেবা প্রদান করা হয়। এর মাঝে দিনভর চিকিৎসা সেবা প্রদান করে গুরুত্বর চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে আগামীকাল সোমবার (২২ মে) রংপুরে অপারেশনের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাস, দীপ আই কেয়াে ফাউন্ডেশনের পরিচালক ফিরোজ আলম সাইফুল্লাহ, ফাউন্ডেশনের চক্ষু ডাক্তার সাজ্জাদুর বারী, ডাক্তার মুসফিকুল আলম, পঞ্চগড় পুলিশ হাসপাতালের ডাক্তার আসাদুজ্জামান আসাদ সহ প্রমূখ।