মোঃ রেজাউল করিম আলম,পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিযয়ক দিনব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) সকালে বোদা উপজেলার গনমিলনায়তন হল রুমে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মুর্শেদ কামাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি) বিপ্লব বড়ুয়া ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরানুজ্জামান।
এসময় দিন ব্যাপি কর্মশালায় অংশ নেন, এসএসিএমও, এফপিআই, এইচআই, এএইচআই, এফ ডাব্লিউ এ, সিএইচসিপি কর্মচারীগন।