মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন এবং প্রজনন স্বাস্থ্যসেবা জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ মে) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইয়েস বাংলাদেশ এর আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায়, পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক বিপ্লব বড়ুয়া,ডা: আফতোহা খানম ফ্লোরা,ভিজিটর সেলিম বেগম ও ইয়েস বাংলাদেশ এর সেন্টাল ইউথ ভলেন্টিয়ার তৌহিদ তুষার, ইয়েস বাংলাদেশ পঞ্চগড় এর জেলা প্রতিনিধি সাদিয়া জাহান কনা ও আশিক এলাহী প্রমুখ বক্তব্য রাখেন।
পরামর্শ সভায় কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন এবং প্রজনন স্বাস্থ্যসেবা জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় আলোচনা করা হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ইয়েস বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।