মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড় বাজারে আগুনে দোকান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এসময় আগুনে দোকান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের হাতে আর্থিক সহায়তা তোলে দেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের, জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকী, রবিউল ইসলাম রুবেল, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আনারুল আজিম বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর উজ্জল প্রমুখ।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১২ নভেম্বর গভীর রাতে পঞ্চগড় বাজারের মুরগীহাটি, মুড়িহাটি, ও শুটকিহাটি আগুনে পুড়ে যায়। এতে ৯৬ টি দোকান আগুনে পুড়ে যায়।