মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পঞ্চগড় শাখা।
আজ রোববার (১৪ মে) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন, নার্সেস ইউনিট পঞ্চগড় শাখার সভাপতি মায়া আক্তার, সিনিয়র সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সমুয়েল রয় প্রমূখ।
এসময় বক্তারা বলেন আমাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হোসিয়ারী দেন তারা।
জেলার কর্মরত প্রায় প্রায় সতাধিক নার্স প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।