মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় -ঃ-
আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন হয়েছে। জেলার হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে কাঁচা- পাকা ও শুকনো মরিচ। মৌসুমের শুরুতেই মরিচের চাহিদা বাড়ার সাথে দাম ভালো পাওয়ায় খুশী মরিচ চাষীরা। জেলা কৃষি বিভাগ বলছে, গত মৌসুমে জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকরা জমি থেকে মরিচ উত্তোলন করে মাঠে, রাস্তায়, চাতালে, ঘরের টিনে শুকানো নিয়ে ব্যস্ত।
জেলার ৫ উপজেলার পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতেও মরিচ চাষ করে বদলে গেছে শত শত কৃষকের ভাগ্য।
বিভিন্ন ফসলের পাশাপাশি রবিশস্য ও সবজী চাষ বেশী হচ্ছে। কৃষকের জমিতে মরিচ চাষ এনে দিয়েছে নতুন গতি।
জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত মরিচ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী হচ্ছে। পঞ্চগড়ের মাটির উর্বর বেলে দোঁ-আশ। পঞ্চগড় সদর উপজেলা গরিনাবাড়ির ফুটকিবাড়ী গ্রামের সলেমান আলী, বোদা উপজেলার কেরামত আলীসহ অনেক মরিচ চাষীরা জানান এবার মরিচ বিঘা প্রতি যে হারে খরচ হয়েছে তার থেকে দ্বিগুন লাভে মরিচ বিক্রয় করতে পারবো।
জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো: রিয়াজ উদ্দিন বলেন, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। মরিচ চাষে কৃষকদের ভাল পরামর্শ দিয়েছি, এবার মরিচ চাষে কৃষকরা দ্বিগুন লাভবান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।