মোঃ রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি -ঃ- পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই/মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০৪/০৫/২০২৩ রাতে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের অন্তর্গত গাজীপুর (আটঘর) সাকিনে আসামী মোঃ আব্দুল্লাহ এর ভাড়াটিয়া বসত বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ আব্দুল্লাহ (৩৫), পিতা-মৃত নূরুল হক, সাং-গাজীপুর (আটঘর), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে মাদক আইনে ০১টি মামলা রুজু হয়।
উক্ত আসামীর নামে ইতি পূর্বের আরো ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
অপর অভিযানে এসআই/মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০৫/০৫/২০২৩ইং তারিখ শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন সাকিনে আসামী মোঃ ফারুক হোসেন এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১। মোঃ ফারুক হোসেন (৪০), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-কুঞ্জবন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে মাদক আইনে ০১টি মামলা রুজু হয়। আসামীর নামে ইতি পূর্বের আরো ০৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।