1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ ১৭ টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত পঞ্চগড়ে আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টে ৪-২ গোলে চ্যাম্পিয়ন ভজনপুর কলেজ পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মুল্যের দাবীতে ক্ষুদ্র চা চাষীদের মানবন্ধন পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে আড়াই লক্ষ টাকার মাদক জব্দ, নারী ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত আটোয়ারীতে টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কাটার ধুম:দেখার কেউ নেই আটোয়ারীতে বিদ্যালয়ের ক্লাশ রুমে ভুট্রা : শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড

কোটচাঁদপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চার্জার ভ্যানের চালক সহ নিহত ৩ আহত ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৫ ০৫ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার কাশীপুর পৌর কলেজের সামনে আনুমানিক সকাল ১১ টা ২৫ মিনিটে কাভার্ড ভ্যান ও চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ চার্জার ভ্যান চালক সহ ৩ জন নিহত, আহত ৩ জন। আহতদের মধ্যে ৩ জন কে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে ।

স্হানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,আজ (৪ মে) বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টা ২৫ সময় কোটচাঁদপুর টু কালীগঞ্জ হাইওয়ে রোডে পৌরসভার কাশীপুর পৌর কলেজ এর সামনে কাভার্ড ভ্যান ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়ে কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায় ও চার্জার ভ্যান দুই খন্ড হয়ে ছিটকে পড়েন গাড়িতে থাকা যাত্রী গন। স্হানীয়’রা ফায়ার সার্ভিস কে খবর দিলে আহত ও নিহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কোটচাঁদপুর থেকে চার্জার ভ্যান যোগে কালীগঞ্জ উপজেলার দিকে রওনা হয়ে পৌর কলেজ এর সামনে পৌছালে কালীগঞ্জের দিক থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনা স্থলেই চার্জার ভ্যান চালক সহ ৩ জন নিহত হয়। নিহত’ রা হলেন ভ্যান চালক ১। সলেমান(৭০) উপজেলা কালীগঞ্জ ঘিঘাটি গ্রামের মৃত সোবহান মন্ডল এর ছেলে একই উপজেলা কালীগঞ্জ বলাকান্ত গ্রামের মোঃ শাহিন রেজার মেয়ে ২। খুকুমণি (৮) ৩। রাফান (২) পিতা মোঃ রুবেল গ্রাম এলাঙ্গী উপজেলা কোটচাঁদপুর। আহত হয়েছেন ১। মোঃ আল আমিন (৫০) পিতা অজ্ঞাত চট্টগ্রাম ২। শিউলি বেগম(৫০) স্বামী মোঃ তোরাব আলী গ্রাম এলাঙ্গী ৩। রিমা খাতুন( ২৫) স্বামী মোঃ রুবেল কে হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশংকাজনক হলে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহতের স্বজন,রা জানান আজ সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মোঃ রুবেল এর স্ত্রী মোছাঃ রিমা (২৫) ডাক্তার দেখাতে কোটচাঁদপুর আসেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই কোলের সন্তান রাফান (২) কে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাঁর পরিবার সহ এলাকার সাধারণ মানুষ।
এদিকে নিহত খুকুমণি( ৮) নানী শিউলি বেগমের সাথে এলাঙ্গী থেকে বেড়াতে এসেছিল কোটচাঁদপুরে শহরে, প্রতিমধ্যেই লাশ হয়ে গেল এই বলেই তার পরিবারের মধ্যে চলছে আহাজারি।

নিহত ভ্যানচালক এর স্বজন রা,জানান সলেমান (৭০) পিতা মৃত সোবহান মন্ডল গ্রাম ঘিঘাটি উপজেলা কালীগঞ্জ,আজ সকাল ৮ টার সময় এলাঙ্গী বাজার থেকে কোটচাঁদপুর ভাড়ায় আসেন প্রতিদিনের ন্যায়। কোটচাঁদপুর থেকে দুই জন মহিলা একজন তার ৮ বছরের নাতনী অন্যজন ২ বছরের পুত্র সন্তান ও চট্টগ্রামের একজন কাঁচামাল ব্যবসায়ী সহ পাঁচ জন যাত্রী কে নিয়ে এলাঙ্গী গ্রামের দিকে ফিরছিলেন প্রতিমধ্যে পৌর কলেজ এর সামনে পৌছালে এই দূর্ঘটনা ঘটে।
এদিকে কাভার্ডভ্যান চালক দূর্ঘটনা ঘটার পর গাড়ি রেখে পালিয়ে যায়।

এবিষয়ে জানতে কথা বলা হয় কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের এর নিকট তিনি বলেন আমরা ১১ টা ৩ ০ মিনিটের সময় জানতে পারি। আমরা ঘটনা স্থলে একজন উদ্ধার করতে সক্ষম হয় বাকিদের স্হানীয় রা হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই বাচ্চা সহ ভ্যান চালক মৃত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ