1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ ১৭ টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত পঞ্চগড়ে আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টে ৪-২ গোলে চ্যাম্পিয়ন ভজনপুর কলেজ পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মুল্যের দাবীতে ক্ষুদ্র চা চাষীদের মানবন্ধন পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে আড়াই লক্ষ টাকার মাদক জব্দ, নারী ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত আটোয়ারীতে টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কাটার ধুম:দেখার কেউ নেই আটোয়ারীতে বিদ্যালয়ের ক্লাশ রুমে ভুট্রা : শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড

আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক:প্রধান বিচারপতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৬ ০৫ বার পঠিত

আরিফ খান শুভ, স্টাফ রিপোর্টার -ঃ- আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক। বেঞ্চের সহায়তা ছাড়া বার চলতে পারে না, আবার বার ছাড়া বেঞ্চ চলতে পারে না। জুডিসিয়ারি যদি কোনোভাবে পিছিয়ে থাকে তাহলে রাষ্ট্রের একটি বড় অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে।

গতকাল (বুধবার ৩ মে) বিকেলে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আদালত বয়কট করার মতো সিদ্ধান্তে যাবেন না। এর কারণে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জুডিশিয়ারিকে সহযোগিতা করবেন। অভিযোগ থাকলে আমাদের বলবেন। দুষ্ট বিচারক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের বড় অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। আইনজীবী ও বিচারক একে অপরের পরিপূরক।
তিনি আরও বলেন, ‘এখনো আশির দশকের অনেক মামলা নিয়ে বিচারপ্রার্থীদের আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে পারাটাই সাফল্য। বিচারপ্রার্থীদের ন্যায় বিচার পেতে অনেক কষ্ট হয়। যারা আদালতে ঘুরে বিচার পাচ্ছে না তাদের বিচার নিশ্চিত করা সরকারের পাশাপাশি আইনজীবীদেরও দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি।’

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল সাইফুর রহমান, জেলা ও দায়রা জজ আসসামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ