1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষের বিরুদ্ধে নোটিশ প্রকৌশলী জহিরুল ইসলামের মৃত্যুতে দোয়া ও স্মরন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ অবলম্বন করায় ৯ সহকারী শিক্ষক পরীক্ষার্থী গ্রেফতার রাজশাহী-১ আসনে নৌকার বিকল্প ভাবছে না ভোটারগণ পঞ্চগড়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অসদুপায় নানা কর্মসূচির মাধ্যমে ভালুকা মুক্ত দিবস উদযাপন আফসার বাহিনীর ত্রিমুখী আক্রমনে ভালুকা মুক্ত দিবস আজ রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ হারাগাছ সাহিত্য সংসদের ২২ তম সাহিত্য আসর অনুষ্ঠিত আয়োডিনযুক্ত লবণের আইন ও সচেতনতার পাশাপাশি কার্যক্রম জোরদার করতে সভা অনুষ্ঠিত

মেজর মান্নানের স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৯ ০৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি -ঃ- ঋণের নামে প্রায় সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী ও দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেজর মান্নানের পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মামলার মাধ্যমে বিআইএফসির দুর্নীতিতে মোট ১০টি মামলা করলো দুদক।  এবারের মামলায় স্ত্রী ও মেয়েদের আসামি করা হলেও মান্নানকে করা হয়নি।

বুধবার (৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ক্রাইম লেটার প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান, তাদের দুই মেয়ে ও প্রতিষ্ঠানটির পরিচালক তাজরিনা মান্নান ও তানজিলা মান্নান, একই প্রতিষ্ঠানের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এ এন এম জাহাঙ্গীর আলম, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সাবেক সিনিয়র অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার এস এম মোস্তাফিজুর রহমান।
এছাড়া ঋণ গ্রহীতা বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেটওয়ে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মিয়া ও চেয়ারম্যান মিজানুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার এজার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে, একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে আসামি ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমানের নামে ১৫ কোটি ৫০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ওই টাকা পরিশোধ না করে পুরো টাকাই আত্মসাৎ করে। যা পরবর্তী সময়ে সুদ ও আসলে ২১ কোটি ৩১ লাখ ১৫ হাজার ২৫০ টাকা দাঁড়িয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণের নামে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে গত ১১ এপ্রিল ৯ নম্বর মামলা দায়ের করেছিল দুদক। ওই মামলায় ঋণ গ্রহীতা রফিক উদ্দিন ও বিআইএফসির আরও ১৩ কর্মকর্তাসহ ১৪ জনকে আসামি করা হয়।
দুদক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মেজর (অব.) এম এ মান্নান, তার স্ত্রী ও কন্যাসহ তার পরিবারের বিরুদ্ধে বিআইএফসির অর্থ আত্মসাতের ঘটনায় ১০ টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে দুটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে ও ৮টি মামলা এখনও তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ