1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ ১৭ টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত পঞ্চগড়ে আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টে ৪-২ গোলে চ্যাম্পিয়ন ভজনপুর কলেজ পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মুল্যের দাবীতে ক্ষুদ্র চা চাষীদের মানবন্ধন পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পঞ্চগড়ে আড়াই লক্ষ টাকার মাদক জব্দ, নারী ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পঞ্চগড়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত আটোয়ারীতে টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কাটার ধুম:দেখার কেউ নেই আটোয়ারীতে বিদ্যালয়ের ক্লাশ রুমে ভুট্রা : শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড

মেজর মান্নানের স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৩ ০৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি -ঃ- ঋণের নামে প্রায় সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী ও দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেজর মান্নানের পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মামলার মাধ্যমে বিআইএফসির দুর্নীতিতে মোট ১০টি মামলা করলো দুদক।  এবারের মামলায় স্ত্রী ও মেয়েদের আসামি করা হলেও মান্নানকে করা হয়নি।

বুধবার (৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ক্রাইম লেটার প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান, তাদের দুই মেয়ে ও প্রতিষ্ঠানটির পরিচালক তাজরিনা মান্নান ও তানজিলা মান্নান, একই প্রতিষ্ঠানের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এ এন এম জাহাঙ্গীর আলম, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সাবেক সিনিয়র অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার এস এম মোস্তাফিজুর রহমান।
এছাড়া ঋণ গ্রহীতা বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেটওয়ে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মিয়া ও চেয়ারম্যান মিজানুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার এজার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে, একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে আসামি ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমানের নামে ১৫ কোটি ৫০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ওই টাকা পরিশোধ না করে পুরো টাকাই আত্মসাৎ করে। যা পরবর্তী সময়ে সুদ ও আসলে ২১ কোটি ৩১ লাখ ১৫ হাজার ২৫০ টাকা দাঁড়িয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণের নামে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে গত ১১ এপ্রিল ৯ নম্বর মামলা দায়ের করেছিল দুদক। ওই মামলায় ঋণ গ্রহীতা রফিক উদ্দিন ও বিআইএফসির আরও ১৩ কর্মকর্তাসহ ১৪ জনকে আসামি করা হয়।
দুদক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মেজর (অব.) এম এ মান্নান, তার স্ত্রী ও কন্যাসহ তার পরিবারের বিরুদ্ধে বিআইএফসির অর্থ আত্মসাতের ঘটনায় ১০ টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে দুটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে ও ৮টি মামলা এখনও তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ