1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজশাহীতে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরে আলতাব গ্রেফতার রাজশাহীতে দিন মুজুরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলনে ভুক্তভোগী। মুন্সীগঞ্জে নতুন জেলা প্রশাসক যোগদান বিদায়ী আবুজাফর রিপন বিপিএএ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হােসেন রবিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আনীত অভিযােগ মিথ্যা প্রমানিত পঞ্চগড়ে আট দফা দাবিতে সড়কে শুয়ে চা চাষীদের বিক্ষোভ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী মুন্সীগঞ্জে আলোচিত জিল্লুর হত্যার দীর্ঘদিন পলাতক আসামি সম্পদ কারাগারে রাজশাহীতে আন্দোলনকারীদের উপর হাম’লা ও ছাত্রীকে ধর্ষ’ণের পর হ’ত্যার অভিযোগে, তিন ছাত্রলীগ কর্মীকে আ’টক

তানোরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৬৮ জন অনুপস্থিত !

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৫ ০৫ বার পঠিত

আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোরে চলতি শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। গত ৩০ এপ্রিল রোববার দেশব্যাপী একযোগে এসএসসি ও দাখিল এবং ভোকেশনাল পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তানোরে এবার মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। কিন্ত্ত পরীক্ষার প্রথম দিনেই এতোগুলো শিক্ষার্থী ঝড়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, জনমনে দেখা দিয়েছে মিশ্রুপ্রতিক্রিয়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নিয়েও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সচেতন মহল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে দায়িত্বঅবহেলার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
জানা গেছে, উপজেলায় চলতি শিক্ষাবর্ষে 
এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পুরুন করেন  তিন হাজার ৬১৭ জন। মুন্ডুমালা কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার জন্য ফরম পুরুন করেন ৪৫১ জন। উপজেলায় ২৮টি মাদ্রাসা রয়েছে এবং মাদরাসা বিভাগে বেশী পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছে। এবিষয়ে উপজেলা  মাদরাসা কেন্দ্র সচিব ও সিনাশো সিনিয়র আলিম মাদরাসার সুপার মাওলানা হারুনুর রশিদ জানান, প্রথম দিনে ৩১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে নি। কি কারণে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রীদের বিয়ে ও কোনো কর্ম করতে হয়তো বাহিরে আছেন। তবে প্রতিষ্ঠান প্রধানদের এসব বিষয়ে সতর্ক হওয়া দরকার বলে মনে করেন তিনি । কারন ফরম পুরুন করেছে পরীক্ষা দেবার জন্য তবে অংশ নিবে না এটা হতে পারে না। তিনি বলেন, যে মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন নি তাদের বিষয়ে মাদরাসা বোর্ডকে অবহিত করা হবে। উপজেলায় ৬টি ভোকেশনাল স্কুল থেকে এবার ফরম পুরুন করেন ১৩৮ জন যা গত বছর থেকে কম  গত বছর ছিল ২২০ জন। এবিষয়ে
কেন্দ্র সচিব কফিল উদ্দিন জানান, এবছর ১৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পুরুন করেন। কিন্তু প্রথম দিনে ৯ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে চারটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার জন্য ফরম পুরুন করেন ৭৬৭ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৬ জন বলে জানান কেন্দ্র সচিব মাইনুল ইসলাম সেলিম। তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ে ৬২০ জন পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পুরুন করলেও ৯ জন অনুপস্থিত ছিলেন বলে জানান কেন্দ্র সচিব আলতাব হোসেন। কিসমত বিল্লি স্কুল এন্ড কলেজে ৬১৪ জন ফরম পুরুন করলেও অনুপস্থিত ছিলেন ৩ জন বলে জানান কেন্দ্র সচিব অধ্যক্ষ জামিলুর রহমান। মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৭ জন পরীক্ষা দেওয়ার জন্য ফরম পুরুন করলেও ১০ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানান ওই স্কুলের শিক্ষক কামাল হোসেন। তবে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক কামেল মার্ডির মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, যে সকল প্রতিষ্ঠান থেকে অনুপস্থিত হয়েছে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (রাজশাহী)  পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ