মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভা ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে এসময় পঞ্চগড় স্থানীয় সরকারের উপ-পরিচালক আজাদ জাহান,পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, যুগ্ম সাধারণ সস্পাদক আকতারুন নাহার সাকী, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য শহীদুল ইসলাম শহীদ সহ নৃত্যানুষ্ঠানের নৃত্য শিল্পীরা উপস্থিত ছিলেন।
পরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্য শিল্পীরা।