আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ- জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের বড় খাটামারী এলাকার বড় খাটামারী মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়মনিরহাট পরিত্যক্ত রেলওয়ে রাস্তার উপর থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে (২৫ এপ্রিল) রাত আনুমানিক ০৩.৪৫ ঘটিকায় ভূরুঙ্গামারী থানাধীন ৬ নং জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী এলাকার বড় খাটামারী মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়মনিরহাট পরিত্যক্ত রেলওয়ে রাস্তার উপর থেকে কুখ্যাত মাদক কারবারি জুয়েল রানা (২১), শফিকুল ইসলাম ওরফে শফি (৩৮) কে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।