বিশেষ সংবাদদাতা -ঃ- কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক মোঃ আবদুল আউয়াল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, বরুড়ার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী ভূঁইয়া, গাজীপুর হান্নান গ্রুপের কমার্শিয়াল ম্যানেজার মোঃ শাহীনুর আলম, নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ মোবারক হোসাইন, নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মানিক, ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ি মোঃ ওমর ফারুক, নাস এয়ার ইন্টারন্যাশনাল’র ম্যানেজিং পার্টনার মোঃ সোহাগ প্রমুখ। প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবু আজাদের সঞ্চালনায় মোঃ আবদুল আলীম, মোঃ মীর হোসেন, মোঃ মোস্তফা কামাল, মোঃ ওমর ফারুক (কন্ট্রাক্টর), আবদুল সাত্তার, লাইলী আক্তার, মোঃ হুমায়ুন কবির মানিক, মোঃ ওমর ফারুক সুমন, মোঃ আমজাদ হোসেনসহ শতাধিক প্রাক্তন কৃতি শিক্ষার্থী অংশ নেয় এ আয়োজনে। প্রাক্তন শিক্ষার্থীদের উন্মুক্ত মতবিনিময়ে “বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদকে” অতীব কার্যকর করার মাধ্যমে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্পর্ক বৃদ্ধিসহ বিদ্যালয়ের ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার ব্যাপারে সংকল্প পোষণ করা হয়। এদিকে দীর্ঘসময় পর প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলায় উচ্ছ্বাসে মুখরিত হয় বিদ্যালয়াঙ্গন।