মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে অনলাইনে ইনকামের উপর ঝুঁকে দিশেহারা হয়ে পড়েছে হাজারো যুবক যুবতীরা।
টু লাইক ওয়েব, এস পি সি, রিং আইডি সহ বিভিন্ন অনলাইনে ইনকামের উপর ঝুঁকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
কি ভাবে ইনকাম করতে হয় ইনভেস্ট করা এক যুবকের কাছে জানতে চাইলে জানান একটি আইডি খুলতে লাগে ১২ থেকে ৩০ হাজার টাকা, ১২ হাজার টাকা দিয়ে আইডি খুললে টাকা আয় দিন ৫৫০, ৩০ হাজার দিয়ে খুললে দিন টাকা আয় ১৫০০ টাকা।
ঘরে বসে বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে হয়। স্কুল-কলেজ বন্ধ থাকায় এই অনলাইনে আয়ের প্রতি ঝুকেছে ছাত্র ছাত্রীরা। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে টু লাইকসহ কিছু ওয়েবসাইড উধাও হয়ে গেছে। উধাও হবার কারনে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে সহ বিভিন্ন পেশায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছেলে মেয়েরা পরিবারকে চাপ সৃষ্টি করে কেউ বিক্রি করছেন ছাগল, কেউ ভ্যান, এনজিও থেকে তুলছে টাকা, তারা ভাবছে ভ্যান চালিয়ে, ছাগল গরু পালন করে কি হবে। অনলাইন আইডি তে টাকা লাগিয়ে কয়েক দিনে গাড়ি বাড়ির মালিক হবো।
অনেকেই ওই সব আইডি’র ছবি ব্যাবহার করে আপলোড দেচ্ছে ফেসবুকে সেখানে তারা প্রচার চালাচ্ছে মোবাইলে ঘরে বসে বিজ্ঞাপন দেখে ইনকাম করুন হাজার হাজার টাকা।
যারা প্রচার চালাচ্ছে তারা হয়ে যাচ্ছে লক্ষ টাকার মালিক, কারণ এরা আইডি খুলে দিচ্ছে নিজের রেফারেন্স দিয়ে এ জন্য তারা অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে।
ফেসবুক প্রচারে লক্ষ লক্ষ টাকার লোভ দেখাচ্ছে কিছু ব্যক্তি, প্রচার দেখে টাকা মেনেজ করে ওই সব ব্যক্তির কাছে আইডি খুলতে আসছে, তারপর কিছুদিন ইনকাম করার পর অটোমেটিক উধাও হয়ে যাচ্ছে আইডি, এই ভাবে কোটচাঁদপুর চলছে প্রতারণা।
এই প্রতারকদের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে ঝিনাইদহ জেলা প্রশাসক, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছে অভিভাবক মহল।