1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনারগাঁয়ের শীর্ষ মাদক সম্রাট ছোট বদির সাথে হাস্যজল ছবি তোলা এসআই ইমরান এখনো বহাল তবিয়তে তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কারাগারে বাবাকে দেখতে যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মেয়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত – তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৯ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- সীমান্ত হত্যা,মাদকদ্রব্য পাচার,অবৈধভাবে সীমান্ত পারাপার, তারকাটা বেড়া কর্তন,চোরাচালানসহ ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় বিজিবি-বিএসএফ সমন্বয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সম্মেলন কক্ষে সীমান্তে সার্বিক অবস্থা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বরণ করে বাংলাবান্ধা স্থলবন্দরে আনা হলে তাদের গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে ফুলেল সুভেচ্ছা জানানো হয়।
এসময় সমন্বয় সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী সি ডি আগার ওয়াল।
পঞ্চগড়-১৮ বিজিবির আয়োজনে এসময় বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর,
পঞ্চগড় ব্যাটালিয়ন(১৮বিজিবি)লেঃ কর্ণেল মোঃ মাহফুজুল হক; দিনাজপুর ব্যাটালিয়ন(৪২বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুজ্জামান; ঠাকুরগাঁও ব্যাটালিয়ন(৫০বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মো: তানজীর আহম্মদ; রংপুর রিজিয়ন সদর দপ্তর স্টাফ অফিসার লেঃ কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, মেজর মো: নাঈম রেজভী অতিরিক্ত পরিচালক (অপারেশন) বিজিবি ঠাকুরগাঁও,সহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধীনস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে ভারতীয় বিএসএফ এর পক্ষে এসময় শ্রী আই কে ওয়ালদে কমান্ড্যান্ট স্টাফ অফিসার কিষানগঞ্জ সেক্টর; শ্রী আর জে হাজদা কমান্ড্যান্ট,১৭৫ ব্যাটালিয়ন বিএসএফ; শ্রী সন্দীপ কুমার ক্ষত্রী কমান্ড্যান্ট ৭২ব্যাটালিয়ন বিএসএফ; শ্রী পারামজিত সিং স্টাফ অফিসার; শ্রী গুরদীপ লাল স্টাফ অফিসার: শ্রী সত্যদয় কুমার স্টাফ অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিজিবি সেক্টর কমান্ডার পঞ্চগড়,ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং সেক্টর কমান্ডার বিএসএফ কিষানগঞ্জ সেক্টর এর সাথে উভয় দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি-বিএসএফ সমন্বয় সাধনের মাধ্যমে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ