মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ সকল ব্যাংকের আয়োজনে এই কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় শতাধিক গ্রাহককে প্রকাশ্যে প্রায় এক কোটি টাকা কৃষি ঋণ হিসাবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রিয়াজ উদ্দীন।
এসময় রাকাব পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার হাসানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দীন।