মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- সুখী কৃষক সুখী দেশ শেখ হাসিনার বাংলাদেশ,
এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষক সমাবেশ।
পঞ্চগড় সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে পঞ্চগড় শনিবার বিকেল ৩ টায় শের-ই-বাংলা চত্বরের মুক্ত মঞ্চে বাংলাদেশ কৃষক লীগের সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রেলমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি জেলা আওয়ামী লীগ পঞ্চগড় এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ পঞ্চগড় আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট,
সভাপতি পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ পঞ্চগড় মোঃ আমিরুল ইসলাম,
সভাপতি বাংলাদেশ কৃষক লীগ পঞ্চগড় জেলা শাখা এডভোকেট মোঃ আজিজার রহমান আজু,
কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কৌশিক নাহিয়ান নাবিদ।
অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি ও সদস্য জেলা আওয়ামী লীগ পঞ্চগড় মোঃ আব্দুল লতিফ তারিন,
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ পঞ্চগড় জেলা শাখা মোঃ মাসুদ করিম,
সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ পঞ্চগড় সদর মোঃ কামরুজ্জামান শেখ মিলন,
সভাপতি পৌর আওয়ামী লীগ পঞ্চগড় ও ভাইস চেয়ারম্যান পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মোঃ কাজী আল তারিক,
সাধারণ সম্পাদক পঞ্চগড় পৌর আওয়ামী লীগ মোঃ এস,এম হুমায়ুন কবীর উজ্জ্বল।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , সভাপতি বাংলাদেশ কৃষক লীগ পঞ্চগড় সদর উপজেলা শাখা মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ পঞ্চগড় সদর উপজেলা শাখা মোঃ মফিজার রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন আগামীতে আসছে পঞ্চগড় জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে।
কৃষক লীগের অন্যতম নেতা আব্দুল লতিফ তারিন, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে গিয়ে কৃষকলীকের সম্মেলন করে চলেছেন।
এবং তিনি বলেন আমাদের নেত্রী আগামীতে যাকেই নৌকা মার্কা প্রতীক দিবেন আমরা তার হয়ে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে কাজ করে, নৌকা প্রার্থীকে বিজয়ী করতে এক হয়ে কাজ করবো। এবং বুঝিয়ে দিতে হবে বিরোধী দলীয় নেতা কর্মীদের আমরা সবাই নৌকার মাঝি।
এছাড়াও বিরোধী দলীয় সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলেন তৌহিদি জনতার নামে পঞ্চগড়ে যে অস্থিরতার সৃষ্টি করেছে তাতে করে কোন ভাবেই সফল হবে না তারা। নৌকার সৈনিকদের শক্ত হাতে মোকাবেলা করার শক্তি আছে।
এছাড়াও সমাবেশে বিভিন্ন নেতাকর্মীরা যে যার মত বক্তব্য রাখেন। কৃষক লীগের এই সমাবেশে জেলার সকল কৃষক লীগের নেতৃবৃন্দের উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মত।