মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় -ঃ- স্মার্ট লাইভষ্টক, স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলায় আজ থেকে শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩।
আজ(২৬ফেব্রুয়ারী২০২৩) দুপুরে পঞ্চগড় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এর পরে তিনি প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক এর সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা ভেটেনারী অফিসার ডা. সেলিম উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সহিদুল ইসলাম প্রমুখ।
এসময় অতিথীরা বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে সদর উপজেলার ৫০ জন খামারী তাদের গরু, মহিস, ছাগল, ঘোড়া, ভেড়া, হাঁস-মুরগী কবুতরসহ বিভিন্ন জাতের পশু পাখি নিয় প্রদর্শনীতে অংশ নেন।