মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতি নিধি -ঃ- পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস,সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া,জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় পঞ্চগড় জেলা পরিষদের সামনে থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পঞ্চগড় সদর উপজেলার শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে আওয়ামী যুবলীগের নেতা- কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়ন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারেক,সাধারণ সম্পাদক হুমানুয়ন কবীর উজ্জলসহ নেতা-কর্মীরা।