রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি -ঃ- ‘সেবা,শান্তি,প্রগতি ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম উপজেলার ৭নং আজগরা ইউপির আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।লাকসাম উপজেলা ৭নং ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি -মো: নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- নিজাম উদ্দিন শামীম,প্রধান বক্তা: উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক- প্রফেসর জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭ং আজগরা ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি – বাবু সম্ভু সাহা, খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, নূরুল ইসলাম রাজু, উপজেলা সদস্য, সাইফুল ইসলাম রাজু, ৭নং ইউপি আ’লীগের সভাপতি- মকবুল আহমদ শাহী, আ’লীগে সাধারণ সম্পাদক- গিয়াস উদ্দিন টিটু,৭নং ইউপি মহিলা আ’লীগের সভাপতি- বেগম রোকেয়া,ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক -জামাল হোসেন জুয়েল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক- আব্দুল আজিজ এবং ৭ নং আজগরা ইউপির ছাত্রলীগের সভাপতি- মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক- মাসুম বিল্লাহসহ বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে দাঁড়িয়ে জাতীয় সংগীত পালনকরাসহ প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।