রিয়াজুল হক সাগর, রংপুর -ঃ- ৩ ফেব্রুয়ারি/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৭২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান -এর প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন রওশন আরা মমতাজ চামেলি, সিরাজুন নাহার সাথী, রমেনা বেগম রমা, তৈয়বুর রহমান বাবু, সাঈদ সাহেদুল ইসলাম, জাহিদ হোসেন, মতিয়ার রহমান, আব্দুস সোবহান, রিতা সিদ্দিকী, ফকরুল ইসলাম, তাপস মাহমুদ,রেজাউল করিম জীবন, জোসেফ আখতার, মাসুম মোর্শেদ, মাসুদ বশীর, রাশেদুজ্জামান, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, ময়নুল ইসলাম, মাসুদ বিহঙ্গ, ধ্রুবক রাজ, রোকসানা সিদ্দিক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জরিফা সুলতানা মনজিল মুরাদ লাভলু, জহুরুল ইসলাম, বেবী বেগম,অরনী প্রমুখ। আসরে পঠিত স্বরচিত কবিতাগুলো নিয়ে আলোচনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম। সংগীত পরিবেশন করেন অভিযাত্রিক সংগীত সম্পাদক ফারহান শাহীল লিয়ন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।