1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনারগাঁয়ের শীর্ষ মাদক সম্রাট ছোট বদির সাথে হাস্যজল ছবি তোলা এসআই ইমরান এখনো বহাল তবিয়তে তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কারাগারে বাবাকে দেখতে যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মেয়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত – তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

প্রশাসনের বন্ধ করা অবৈধ ইটভাটা ফের চালু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭ ০৫ বার পঠিত

আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের (ইউপি) বড়াল মাঠে উপজেলা প্রশাসনের নির্দেশে বন্ধ হওয়া অবৈধ ইটভাটা ফের চালু করা হয়েছে। গত বছরের ১৩ ডিসেম্বর এই ভাটায় ভ্রাম্যমান অভিযান করে ১০ হাজার টাকা জরিমানা করে ভাটা বন্ধ রাখার নির্দেশ দিলেও আজিজুল তা অমান্য করে অবৈধ পন্থায় ইট তৈরির কাজ চলিয়ে যাচ্ছিলেন।এদিকে গত ২২ জানুয়ারী রোববার একাধিক গণমাধ্যমে ‘ফসলী জমিতে অবৈধ ইট ভাটা’ শিরোনামে খবর প্রকাশ হলে টনক নড়ে মোহনপুর উপজেলা প্রশাসনের। গত ২৮ জানুয়ারি শনিবার উপজেলার ঝালপুকুর গ্রামের পাশে বড়াল মাঠে ফসলী জমিতে গড়ে ওঠা হাজী আজিজুল হক দিং এর অবৈধ ইটভাটায়  ভ্রামমাণ অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।তবে এবার জরিমানার টাকা আদায়ের পর ভাটা বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস। কিন্ত্ত অভিযানের পর পরই সেই নির্দেশনা লঙ্ঘন করে  ফের ইটভাটা চালু করেছে ভাটা মালিক হাজী আজিজুল হক। এঘটনাায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, বিরাজ করছে বিস্ফোরণমূখ পরিস্থিতি।

জানা গেছে, রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ঝালপুকুর গ্রামের নিকটবর্তী বড়াল মাঠে চার ফসলী কৃষি নষ্ট করে ড্রাম চিমনির অবৈধ ইটভাটা গড়ে তোলা হয়েছে।স্থানীয় প্রভাবশালী হাজী আজিজুল হকসহ কয়েকজন সুবিধাভোগী গাছের খড়ি স্তূপ করে রেখে দিবারাত্রি তাদের নিষিদ্ধ ডাম চিমনির ইট ভাটায় পুড়িয়ে পরিবেশ নষ্ট করছে। এতে ফসলহানিসহ জনজীবন দুর্বীসহ হয়ে উঠেছে। এবিষয়ে মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস বলেন, ইটভাটা আইনে আজিজুলের অবৈধ ভাটার অভিযান চালিয়ে জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এর পরেও যদি ওই ইটভাটা চালু করা হয় তবে আরো ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে হাজী আজিজুল হক বলেন, জরিমানা করলেই তো হঠাৎ করে ভাটা বন্ধ রাখা যায় না। তিনি বলেন, অন্যদের ভাটা যদি বন্ধ থাকে তবে তার টাও তিনি বন্ধ রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ