তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোর উপজেলা ও পৌরসভা কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা কৃষক দলের ২৫ সদস্য ও পৌরসভায় ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে। জানা গেছে,আব্দুর রশিদকে আহবায়ক ও আব্দুল মালেককে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অপরদিকে আনারুল ইসলামকে (মাস্টার) আহবায়ক ও আফজাল হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট পৌর কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত কেন্দ্র ঘোষিত আহবায়ক কমিটির কাগজ দেন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ ও সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান, কামরুজ্জামান হেনা, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি খলিলুর রহমান খলিলপ্রমুখ। এদিকে বর্তমান ফ্যাসিষ্ট সরকারে বিরুদ্ধে চলমান আন্দোলন ও ভোটাধিকার পুনঃউদ্ধার লড়াইয়ে কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটি জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উপজেলা সদস্য সচিব আব্দুল মালেক জানান, নতুন আহবায়ক কমিটি নবরুপে আন্দোলনে জোরদার ভুমিকা রাখবে। আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।