1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনারগাঁয়ের শীর্ষ মাদক সম্রাট ছোট বদির সাথে হাস্যজল ছবি তোলা এসআই ইমরান এখনো বহাল তবিয়তে তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কারাগারে বাবাকে দেখতে যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মেয়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত – তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

মুন্ডুমালা হাটের সিডিউল বিক্রি স্থগিত মিশ্রু প্রতিক্রিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৫৬ ০৫ বার পঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরের মুন্ডমালা পৌরসভার মুন্ডুমালা হাট ইজারার সিডিউল বিক্রি রহস্যজনক কারণে হঠাৎ স্থগিত করা হয়েছে। সুত্র জানায়, ৩০ জানুয়ারী সোমবার হাট ইজারার সিডিউল বিক্রির শেষ দিন নির্ধারিত ছিল। এদিন সকালে বিভিন্ন এলাকার ইজারাদারগণ  পৌরসভায় সিডিউল কিনতে উপস্থিত হয়। তবে কোনো পুর্বঘোষণা ব্যতিত সিডিউল বিক্রি বন্ধ ঘোষণা করে পৌর কর্তৃপক্ষ। কিন্ত নিয়মানুযায়ী সিডিউল বিক্রি বন্ধ বা স্থগিত করতে হলে, এক সপ্তাহ আগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। এদিকে কোনো পুর্বঘোষণা ব্যতিত সিডিউল বিক্রি স্থগিত বা পেছানোয় জনমনে মিশ্রুপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, জনমনে বইছে মুখরুচোক নানা গুঞ্জন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, মেয়র ব্যক্তিগতভাবে লাভবান হবার জন্য, পচ্ছন্দের ব্যক্তিকে হাট ইজারা পাইয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, গত বছর হাটের ইজারা মুল্য ছিল এক কোটি ৭২ লাখ টাকা, এবার গড় মুল্য দেখিয়ে পচ্ছন্দের ব্যক্তিকে ইজারা পাইয়ে দিতে নানা ছল চাতুরি করা হচ্ছে।

স্থানীয় সুত্র জানায়, পৌর মেয়র তার পচ্ছন্দের ব্যক্তিকে হাট ইজারা পাইয়ে দিতে নানা অপতৎপরতা শুরু করেছে। এরই অংশ হিসেবে অপ্রচলিত পত্রিকায় হাট ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে তা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। এমনকি ওই দিন ওই পত্রিকা তানোরে আসেনি। ফলে মেয়র পচ্ছন্দের ব্যক্তিকে হাট ইজারা দিতে সকল প্রস্তুতি নেয়। কিন্ত্ত বিভিন্ন মাধ্যমে হাট ইজারার খবর জানতে পেরে একাধিক ইজারাদার পৌরসভায় গেলে থলের বেড়াল বেরিয়ে যায়। এতে মেয়রের মাথায় বাজ পড়ে। তিনি কৌশলে সিডিউল বিক্রি বন্ধ করে দেন। এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন,সবকিছু নিয়ম অনুযায়ী হবে। তিনি বলেন, অনিবার্য কারণে সিডিউল বিক্রি বন্ধ করা হয়েছে, আগামিতে নিয়মানুযায়ী ইজারা পক্রিয়া সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ