আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ- সোনাহাট-ভূরুঙ্গামারী মহাসড়কের সোনাহাট কলেজ মোড়ের ২০০ গজ পশ্চিমে অটোর সাথে কয়লা ভর্তি ট্রাকের ধাক্কায় এক অটো চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনা স্হলেই ঐ অটো চালকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী হতে ছেড়ে আসা একটি অটো ওই এলাকায় পৌঁছালে সোনাহাট স্হলবন্দর দিক থেকে আসা কয়লা ভর্তি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্হলেই অটো চালকের মৃত্যু হয়। জানা যায় নিহত ঐ যুবক ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া (ঘুণ্টিঘর) গ্রামের মৃত নুরু হকের ছেলে জামাল হোসেন (৩৬)।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়ে টি জানার পর ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে।