বিশেষ সংবাদদাতা -ঃ- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির পাটোয়ার ব্রীজ এলাকায় কৃষি জমির পাশে সরকারি খালের মাটি বিক্রির হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। এর মুলহোতা নাঙ্গলকোট গ্রামের মাটি ব্যবসায়ী একরামুল হক একরাম, বক্সগঞ্জ ইউপির মদনপুর গ্রামের যুবলীগ নেতা জুয়েল এবং ওই ইউপির চেয়ারম্যান আবদুর রশিদ ভুঁইয়ার বিরুদ্ধে ও। ২৯ জানুয়ারী রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, মনোহরগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদী থেকে শুরু হয়ে নাঙ্গলকোট উপজেলা গুরে , নোয়াখালী, সেনবাগ, ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত হয় এ খালটি। গত ২০২২ সালে খাল খনন করে কুমিল্লা জেলা পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিন ধরে এ খালের মাটি ভ্যাকু মেশিন দিয়ে কেটে বিক্রির ধুম চলছে। স্থানীয় প্রশাসনের রহস্যজনক ভুমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, সরকারী খালের মাটি বিক্রির সাথে উপজেলা প্রশাসন জড়িত থাকায় তা বন্ধ করা যাচ্ছে না। প্রতি গাড়ী ট্রাক্টরের মাটি দাম. পনের’শ টাকা ও ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাটি গুলো ট্রাক্টওে করে গ্রামিন জনপদ দিয়ে নিয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জামাকাপড় ধুলোয় নষ্ঠ হচ্ছে। বর্ষা কালে বৃষ্টির পানিতে নষ্ট হবে কয়েক হাজার একর ফসলি জমি। এতে করে ইরি বোরো ও আমন মৌসুমে ফসল ধ্বংসের আশংকা করেন কৃষকরা। এছাড়া উপজেলার পেরিয়া ইউপির চেহরিয়া,শাকতলী,আশারকোটা এলাকায় খালের মাটি ও বটতলী ইউপির মাইটগা গোদা,মাছিমপুর এলাকায় একটি চক্র মাটি বিক্রির সাঙ্গে জড়িত রয়েছে। এছাড়াও বক্সগঞ্জ ইউপির বড়কালি,কদমতলী খালের পাড়ের মাটি বিক্রি করছে জুয়েল নামের এক ব্যাক্তি। পাটোয়ার গ্রামের কৃষক সাদ্দাম ভূঁইয়া বলেন,সরকার গত বছর খালটি খনন করে,একরাম নামের এক ব্যাক্তি খালের পাড়ের মাটি বিক্রি করছে। বর্ষায় বৃষ্টি হলে স্্েরাতে ফসল ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এবিষয়ে অভিযুক্ত মাটি ব্যবসায়ী একরামুল হক একরাম বলেন, স্থানীয় পৌর কাউন্সিলর রাসেল বলছে মাটি কাটার জন্য। তাই আমি মাটি কাটছি। নাঙ্গলকোট পৌরসভা ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাসেল মুঠো ফোনে বলেন জমিটি তার। কে মাটি বিক্রি করছে তা তিনি জানেনা।
বক্সগঞ্জ ইউপির চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এর কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে।
এব্যাপারে রোববার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান মেহবুব বলেন,মাটি বিক্রির বিষয়টি তার জানা নাই।
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম¥দ শাহাদাত হোসেন বলেন, (ইউএনও) নির্বাহী অফিসারকে বলেছি অভিযান পরিচালনা করার জন্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে নীলফামারী আসার পথে সরকারী এ্যাম্বলেন্স (লাইসেন্স নং- ঢাকা মেট্রো-ছ ৭১-১০৩১) ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত একটি অটো বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ দুমড়ে মুচরে ছিচড়ে রাস্তার পার্শে পড়ে যায়।এতে অটো চালকসহ আটজনই আহত হয়। পরে তাদের নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
নীলফামারী আধুনিক হাসপাতালো জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মোঃ সাদী বলেন, আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায় এবং বাকি ছয়জনকে ভর্তি করা হয়।