জামাল উদ্দিন স্বপন -ঃ- গতকাল কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন হযরত লাড়–মশা র: রুহানী দরবার শরীফ কমপ্লেক্স এর ১৬তম সুফি ধারা উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত এ ইসলামের সভাপতি হাফেজ কারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুড়ী। , সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন।। উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঙ্গরা বাজার থানার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও হযরত লাড়–মশা র: রুহানী দরবার শরীফ এতিমখানা কমপ্লেক্স’র আহবায়ক নিয়াজ মোহাম্মদ রিপন।